আমাদের স্কুলে মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য মেধা বৃত্তি প্রদান করা হয়।
পাঠাগারে বিভিন্ন বিষয়ের বই রয়েছে এবং ছাত্রছাত্রীরা এসে বই পড়ে তাদের জ্ঞান বাড়াতে পারে।
ছাত্রছাত্রীদের জ্ঞানের পাশাপাশি চরিত্র গঠন ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ শেখানো হয়।
• আমাদের শিক্ষার্থীদের আলাদাভারে বাহিরে কোথাও প্রাইভেট পড়তে হয় না বরং তাদের জন্য অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থাও রয়েছে।
• প্রতিদিনের ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয়। মাসিক পাঠ পরিকল্পনা প্রত্যেক মাসের শুরুতেই প্রদান করা হয়।
• বিনামূল্যে একাডেমির শিক্ষার্থীদেরকে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও কম্পিউটারের বেসিক শেখানো হয়।
• অধ্যায়ভিত্তিক মূল্যায়ন তথা লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়।
• প্রত্যেক মাসেই পরীক্ষায় সেরা Performer দের পুরষ্কৃত করা হয় এবং বছরে অন্তত তিনবার কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কৃত করা হয়।
• ক্যাডেট কলেজে পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক অন্তত ১৮ টি মডেল টেস্ট নেয়া হয়।
• প্রতিটি শ্রেণী/শাখায় সর্বোচ্চ ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী নেয়া হয়।
• Expert and Experienced Teachers কর্তৃক মাসে অন্তত দুইটি টিচার্স ট্রেনিং সেশন পরিচালনা করা হয়।
• সর্বোচ্চ উপস্থিতির জন্য উৎসাহিত করতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে পুরস্কৃত করা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উপর বিশেষ নজর রাখা হয়।
• সিসি ক্যামেরা দ্বারা ক্লাস মনিটরিং এবং ছাত্রাবাসের (প্রক্রিয়াধীন) নজরদারি করা হয়।
• শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সার্বিক বিষয় আলাদা গাইড টিচার ও পরিচালনা পর্যদ দ্বারা তদারকি করা হয়।
• অভিভাবকদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয়।
• শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামা'তে আদায় করতে হয়।
• আবৃত্তি, উপস্থাপনা ও বক্তৃতার আয়োজন করা হয়।
• সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা (প্রক্রিয়াধীন) বিদ্যমান। বৈদ্যুতিক গোলযোগে জেনারেটরের সুব্যবস্থা।
• ক্যান্টিনের সুব্যবস্থা রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা হয়।
• বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। জ্ঞানের রাজ্যকে বিস্তৃত করার জন্য ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরের সুব্যবস্থা।
• নবীন, দক্ষ ও অভিজ্ঞ গাইত টিচার এবং হোস্টেল সুপার দিয়ে তদারকি করা হয়।
• অনাবাসিকের পাশাপাশি দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসিকের সুব্যবস্থা রয়েছে।
• ছেলে ও মেয়েদের জন্য আলাদা আবাসিক ব্যবস্থা (প্রক্রিয়াধীন) বিদ্যমান।
• ক্যাডেট কোচিং (তৃতীয় শ্রেণী থেকে শুরু) বাংলা ভার্সন চলমান এবং ইংরেজি ভার্সন প্রক্রিয়াধীন।।
আমাদের মাদ্রাসার শিক্ষক গন অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করেন
Dear students, parents, and well-wishers,
Assalamu Alaikum wa Rahmatullah.
Chandpur is undoubtedly one of the most respected and notable districts in Bangladesh, known for its rich history and accomplished people. One shining example is Mizanur Rahman Chowdhury, a former Prime Minister, whose wisdom and dedication earned him the role in 1986 under the Ershad government. He is a source of pride for Chandpur.
Over time, however, some of that legacy has faded. But just as hidden embers can’t be kept from glowing, our dream of raising a generation of true patriots in Chandpur will never die. It is with this vision that we established Patwary Cadet Academy in Chandpur—to nurture future leaders who can represent our country not only nationally but also on the global stage.
Starting in January 2025, Patwary Cadet Academy will be fully aligned with the national curriculum. Unlike other cadet academies focused solely on classes five and six, we have created a comprehensive educational program from playgroup to class eight. This foundation aims to prepare students for JSC, SSC, and HSC exams, and eventually for higher education at renowned institutions in Bangladesh and abroad.
We also aspire for our brightest students to join Bangladesh's defense forces—Army, Navy, Air Force—or to serve the nation as BCS officers. We seek your prayers and support to make this vision a reality.
Today, as Bangladesh transitions to a “smart” future, Patwary Cadet Academy is introducing innovative teaching methods. Our goal is to provide students with state-of-the-art learning tools, including projectors and other digital resources, as we build a smart education environment for this generation.
I hope to be a guiding partner for knowledge-seeking families across Bangladesh, helping their children reach their highest potential. Your continued support and encouragement mean everything to us.
With gratitude,
Zakir Hossain
Founder and Director
Patwary Cadet Academy, Chandpur
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
চাঁদপুর নিঃসন্দেহে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও আদর্শ জেলা। এই জেলার মানুষগুলো চিন্তা-চেতনায়, মেধা ও প্রজ্ঞায় অপ্রতিদ্বন্দ্বী; যার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। তিনি চাঁদপুরের গর্ব; যিনি ১৯৮৬ সালের ৯ই জুলাই নিজের প্রজ্ঞা ও মননশীল চিন্তার কারণে এরশাদ সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন।
কিন্তু, কালের আবর্তে সে ধারায় কিছুটা হলেও ভাটা পড়েছে। তবে এটা ঠিক যে "ছাই চাঁপা আগুন যেমন দমিয়ে রাখা যায় না তেমনি চাঁদপুর জেলার ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকারের দেশপ্রেমিক হবার বহুদিনের লালিত স্বপ্ন কখনোই বৃথা যাবে না"। বরং এই জেলার ভবিষ্যৎ প্রজন্ম হবে দেশের উজ্জ্বল নক্ষত্র -এই চিন্তাকে বাস্তবায়ন করার লক্ষ্যে "পাটোয়ারী ক্যাডেট একাডেমি, চাঁদপুর"-এর প্রতিষ্ঠা।
উল্লেখিত লক্ষ্যকে সামনে রেখে বর্তমান কারিকুলাম এর সাথে সমন্বয় রেখে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে "পাটোয়ারী ক্যাডেট একাডেমি, চাঁদপুর"-এর পথ চলা। অন্যান্য ক্যাডেট একাডেমির মতো শুধুমাত্র পঞ্চম কিংবা যষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা ক্যাডেট একাডেমির কার্যক্রম পরিচালনা করছি না; বরং ভবিষ্যতে জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার পাশাপাশি দেশ-বিদেশের প্রখ্যাত সকল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ভিত্তি বা ভবিষ্যৎ বুনিয়াদ যাতে এখানেই পায় সেজন্য প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সকল ব্যবস্থা আমরা হাতে নিয়েছি।
আমাদের প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন শেষে সর্বোচ্চ মেধাবীরা বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে ভর্তি হয়ে যেন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী তথা সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আমরা আজ ডিজিটালকে ছাড়িয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। আর এই স্মার্ট বাংলাদেশের প্রারম্ভিক লগ্নে "পাটোয়ারী ক্যাডেট একাডেমি, চাঁদপুর"-এ শিক্ষাদান পদ্ধতিতে আনতে যাচ্ছি নতুনত্ব। অত্যাধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি তথা স্মার্ট বাংলাদেশের স্মার্ট শিক্ষা উপকরণ তথা প্রজেক্টর সহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসের সদ্ব্যবহার নিশ্চিতকরণ আমাদের অন্যতম উদ্দেশ্য।
শুধু চাঁদপুর নয়; আমি সমগ্র বাংলাদেশের জ্ঞানপিপাসু পরিবারের স্বপ্ন সারথী হিসেবে তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেয়ার অন্যতম রূপকার হতে চাই। এ ব্যপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
কৃতজ্ঞতায়,
জাকির হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
পাটওয়ারী ক্যাডেট একাডেমী, চাঁদপুর
মহান আল্লাহ তা'আলা প্রতিটি মানুষের অন্তরেই দিয়েছেন অসামান্য প্রতিভা আর সীমাহীন সম্ভাবনা। এই সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমেই পোঁছানো সম্ভব সফলতার স্বর্ণ শিখরে। আর এর বিকাশ ঘটে সহ-শিক্ষার মাধ্যমে যা আল্লাহর সঙ্গে মানুষের সুসম্পর্ক তৈরি করে দেয়। এই শিক্ষা নিয়ে যুগে যুগে ধরার বুকে আগমন করেছেন অসংখ্য নবী-রাসূলগণ। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ (সা:) কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন দিয়ে। পবিত্র কুরআন এর মাধ্যমে মানুষ জীবন সাজাতে পারে, প্রতিষ্ঠা লাভ করতে পারে আর সমাজে বয়ে আনতে পারে শান্তি সুখের সমীরণ; অর্জন করতে পারে মহা সাফল্য। আর সবশেষে পেতে পারে আল্লাহ রাব্বুল আলামীনের সম্তষ্টি ও মাগফিরাত।
মহান আল্লাহ সর্বদাই তার নূর জ্বালিয়ে রেখেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে। সেই মহান নূরের জ্যোতি ছড়িয়ে দিতে অত্র প্রতিষ্ঠানে কাজ করেছেন একদল প্রাজ্ঞ, অভিজ্ঞ ও চিন্তাশীল ওলা মায়ে কেরাম যাতে আগামী প্রজন্ম পূর্ণঙ্গ যুগ সচেতন ও প্রকৃত ওয়ারিসে নবী হিসাবে গড়ে ওঠে, যুগসচেতন চৌকষ আলিমেদীন হিসেবে পথহারা মানুষদের সঠিক দিকনির্দেশনা দিতে পারে, সেই ভাবধারায় প্রতিষ্ঠিত "পাটোয়ারী ক্যাডেট মাদ্রাসা, চাঁদপুর"। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন
Almighty Allah has given extraordinary talent and unlimited potential in the heart of every human being. It is possible to reach the golden peak of success only by developing this latent talent. And its development occurs through co-education which creates a good relationship between people and Allah. Numerous prophets and messengers have come to the rescue of mankind through this education. In continuation of this, Allah sent the last Prophet and Messenger Muhammad (peace be upon him) with the last and greatest heavenly book, Al-Quran. Through the Holy Quran, people can organize their lives, gain establishment and bring peace and happiness to the society; can achieve great success. And finally, they can get the pleasure and forgiveness of Allah, the Lord of the Worlds.
Almighty Allah has always kept His light burning through the Holy Word of Allah. A group of wise, experienced and thoughtful Ola Mae Keram have worked in this institution to spread the light of that great light so that the next generation can develop into full-fledged era-conscious and true heirs of the Prophet, who can give the right direction to the lost people as era-conscious and wise scholars, "Patwari Cadet Madrasa, Chandpur" was established with that ideology. May Allah accept our efforts. Amen.